কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয় চত্বরে বখাটদের উৎপাত বেড়েছে। প্রায় এলাকার স্থানীয় এবং বাইরের কিছু উঠতি বয়সের বখাটেরা বিদ্যালয় চত্বর ও আশপাশে ঘোরা ফেরা করেন। উত্যক্ত করছেন ছাত্রীদের। ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই স্কুল চত্বরে এক ছাত্রীকে বাজে মন্তব্য করে কয়েকজন বখাটে। বখাটেদের ধরে নিয়ে আসে স্কুল কর্তৃপক্ষ। পরে ক্ষমা চাইলে তাদের ছেড়ে দেন প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের একাধিক ছাত্রী অভিযোগ করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিদ্যালয় চত্বরের রাস্তায় কিছু বখাটে অবস্থান করে প্রায় আমাদের বিরক্ত করে আসছে। আমরা স্যারদের বিচার দিলে বখাটেরা আরও বেশি ক্ষিপ্ত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ছাত্রীদের বিরক্ত করছে কথাটি সত্য। মৌখিক অভিযোগে দুইজন বখাটেকে ডেকে নেয়া হয়েছিলো। পরে ক্ষমা চাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে এখনো জানানো হয়নি। তবে এখন জানানো হবে।