শিক্ষকের দেওয়া হোমওয়ার্ক করা হয়নি। এই অবস্থায় স্কুলে যাওয়া এড়াতে ফন্দি আঁটে ৭ বছর বয়সী শিশু। বাবা মেরেছে বলে থানায় অভিযোগ করে সে। শিশু নির্যাতনের অভিযোগ পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি চীনের ঝেজিয়াং প্রদেশের লিশুই এলাকার। পুলিশে অভিযোগ করা ওই শিশু পরিবারের সঙ্গে লিশুইয়ে থাকে। সে পুলিশে ফোন করে জানায়, বাবা খুব মেরেছে। এরপর শিশুটির বাড়িতে হাজির হন পুলিশ সদস্যরা। তবে শিশুটিকে দেখামাত্র অভিযোগ নিয়ে সন্দেহ হয় পুলিশ কর্মকর্তাদের।
সম্প্রতি এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য শিশুটিকে জিজ্ঞেস করছেন, তুমি নিজে ফোন করেছিলে? কে মেরেছে তোমাকে? উত্তরে শিশুটি জানায় ‘বাবা’। এর পর পুলিশ সদস্য শিশুর পিঠে হালকা চড় মেরে বলেন, এভাবে মেরেছে? শিশুটি ঘাড় নেড়ে বলে, হ্যাঁ।
এর পর শিশুর বাড়ির লোকদের সঙ্গে কথা বলেন পুলিশ সদস্যরা। পরে তাঁরা বুঝতে পারেন স্কুলে যাওয়া এড়াতেই বাবা মেরেছে বলে থানায় ফোন করেছিল সে। তবে সব বুঝেও শিশুকে বকাঝকা করেননি তাঁরা। বরং তাকে বুঝিয়ে হোমওয়ার্ক করান এক পুলিশ। একইসঙ্গে মিথ্যা অভিযোগ দেওয়া যে ঠিক না এটিও বুঝিয়ে বলেন শিশুকে।
এদিকে শিশুর এমন কাণ্ডে অবাক হয়েছেন নেটিজেনরা। সেইসঙ্গে পুলিশদের আচরণের প্রশংসা করেছেন। শিশুর সঙ্গে গল্প করে হোমওয়ার্ক করানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।