চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ স্কুলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) উম্যাং মারমা।
উম্যাং মারমা জানান, স্কুলের মাঠে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ২৭ বছর হবে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।