অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা ১০৯ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোনো ঘোষণা না দিয়েই গত আগস্ট মাসে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে তাদের অনুপস্থিত পান। তাদের অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে স্ব-শরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে। এ শিক্ষক-কর্মচারীকে শোকজ নোটিশ পাঠিয়েছে অধিদপ্তর। রোববার নোটিশটি প্রকাশ করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এ ১০৯ জন শিক্ষক-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
শোকজ নোটিশে ওই ১০৯ শিক্ষক-কর্মচারীকে পাঁচ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ স্ব স্ব জেলা শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য শোকজ নোটিশ পাঠানো শিক্ষক-কর্মচারীদের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।