আসন্ন ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম থেকে ৯ম শ্রেণিতে এবারও যে ডিজিটাল লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হবে তা ঘোষণা হয়েছিলো আগেই। এবার ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্য আসনসহ অন্যান্য তথ্য পাঠানোর সময় বেঁধে দিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে এ বিষয়ক তথ্য পাঠাতে হবে। gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে তথ্য পাঠানো যাবে।
সোমবার (২৮ অক্টোবর) শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
তথ্য পাঠাতে নিম্নোক্ত বিষয়গুলি অনুসরণ করতে হবে
১. শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ ভর্তি নীতিমালা অনুসরণ করে রেজিস্ট্রেশন ফরমে কাঙ্ক্ষিত তথ্য পাঠাতে করতে হবে ২. শ্রেণি/শাখার বিপরীতে শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনভাবেই ৫৫ জনের বেশি প্রদান করা যাবে না ৩. তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ৩টি থানাকে (পুলিশ স্টেশন) ক্যাচমেন্ট হিসেবে এরিয়া নির্ধারণ করবেন ৪. তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানরা অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর দেবেন। কোন প্রকার এনালগ নম্বর দেয়া যাবে না ৫. রেজিস্ট্রেশন ফরমে ভুল তথ্য দিলে ও এ বিষয়ে পরবর্তীতে কোন জটিলতা তৈরি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে বলেছে অধিদপ্তর।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।