মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোকে রেশনিং করে ক্লাস চালানো বন্ধ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই শ্রেণির একধিক শাখার শিক্ষার্থীদের একইসঙ্গে এক কক্ষে বা রেশনিং করে ক্লাস না করাতে স্কুলগুলোকে বলা হয়েছে। অধিদপ্তর বলছে, একাধিক শাখার শিক্ষার্থীদের এক কক্ষে ক্লাস করানোয় স্বাভাবিক শ্রেণি পাঠদান বিঘ্নিত হচ্ছে। নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শাখার শিক্ষার্থীদের স্ব স্ব শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে স্কুলগুলোকে।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করে তা সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষা কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, অনেক শিক্ষক জাতীয়করণের দাবিতে ঢাকায় অবস্থান করছেন। তাই শিক্ষক স্বল্পতা দেখা দিয়েছে, তাদের ক্লাসগুলো সমন্বয় বা রেশনিং করে নেয়া হচ্ছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রেণিকক্ষে পাঠদান।
অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত আদেশে বলা হয়, মাধ্যমিক স্তরের কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের একই সাথে এক কক্ষে শ্রেণি পাঠদান করানো হচ্ছে বলে শোনা যাচ্ছে। এতে স্বাভাবিক শ্রেণি পাঠদান বিঘ্নিত হচ্ছে।
আদেশে আরো বলা হয়েছে, নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শাখার শিক্ষার্থীদের স্ব স্ব শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জানা গেছে, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তারা শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝোলানোর ঘোষণা দিয়েছেন। তবে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক আন্দোলনে অংশ নিচ্ছেন বাকিরা রেশনিং করে ক্লাস চালাচ্ছেন। ফলে দুই বা ততোধিক শাখার ক্লাস একসঙ্গে একই ক্লাসে নেয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে স্কুলগুলোতে রেশনিং করে ক্লাস চালানে বন্ধের নির্দেশ দিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবারআগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।