ময়মনসিংহের ত্রিশালে শহীদ সবুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম করার অভিযোগ উঠেছে। কাগজে কলমে নির্বাচন প্রক্রিয়া দেখিয়ে কমিটি সদস্য নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্কুলটির সাময়িক বরখাস্ত হওয়ার প্রধান শিক্ষক সাইফুজ্জামান। গত ১৪ ডিসেম্বর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগে তিনি দাবি করেন, গত ২০ নভেম্বর সন্ধ্যায় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ত্রিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামকে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেন। অজানা কারণে তড়িঘড়ি ওই দিনেই প্রিজাইডিং অফিসার উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম একটি ‘গোঁজামিলের তফসিল’ ঘোষণা দেন। তফসিলে উল্লেখ করা হয় আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, ২৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই। ২৫ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ৫ ডিসেম্বর ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক সাইফুজ্জামান জানান, তফসিলে ভোটার তালিকা প্রণয়ন ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কোনো সময়সূচি উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্টদের ভোটার ও প্রার্থীদের কোনো নোটিশ না দিয়ে গোপনে তাদের পছন্দমতো লোকদের দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে কমিটি ঘোষণা করা হয়। অভিযোগে তিনি আরও জানান, তড়িঘড়ি নির্বাচন করার নেপথ্যে রয়েছে নিয়োগ বাণিজ্য। ক্ষমতার অপব্যবহার করে অভিযোগকারী প্রধান শিক্ষককে সরিয়ে দিয়ে সহকারী শিক্ষক বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবীব হাছান দায়িত্ব নিয়ে বিধি বহির্ভূত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বোর্ডে জমা দেয়া অভিযোগে কমিটি অনুমোদন না করার অনুরোধ জানানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রকাশ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করে অভিভাবকদের অংশগ্রহণের মাধ্যমে পুনরায় কমিটি গঠনে নির্বাচন দেয়ারও দাবি করা হয়েছে।
জানতে চাইলে ত্রিশালের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিধি মোতাবেক নির্বাচন করা হয়েছে। নির্বাচনী সচিব হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার কোনো ক্রটি থাকলে সে জবাব তিনি দেবেন।