পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একটি স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে হামলায় আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার নিহত হয়েছেন। ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের হামলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের আন্দারকুল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রাথমিক বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন শেখর এবং মিঠুন। পূর্ব শত্রুতার জের ধরে অনুষ্ঠান স্থলেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় মিঠুন এবং তার লোকজনের হামলায় গুরুতর আহত হয় শেখর। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখরকে মৃত ঘোষণা করেন।
শেখরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা দৈনিক শিক্ষাডটকমকে জানান, কারা শেখরের ওপর হামলা করেছে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত চেয়ারম্যান মিঠুন হালদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে শেখরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার অনুসারীরা অভিযুক্ত মিঠুনের অনুসারীদের ঘরবাড়িতে হামলা চালান বলে খবর পাওয়া গেছে।