সুনামগঞ্জ জেলার তাহিরপুরে তাহিরপুর সদর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার সময়ে ভবনের ছাদের প্লাস্টার খসে ৬ ছাত্রী আহত হয়েছেন। পরে তাদের সহপাঠী ও শিক্ষকরা আহত ছাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গতকাল রোববার দুপুরে তাহিরপুর সদর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রী কর্ণা মৈত্র, জেবিন, অন্না দে এবং দশম শ্রেণীর ছাত্রী আহমদ মোয়াল্লেমাসহ ৬ ছাত্রী আহত হয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ইয়াহিয়া তালুকদার দৈনিক শিক্ষাডটকমকে জানান, এখন স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। পরীক্ষার সময়ে আনুমানিক দুপুর ১২ টার সময় হঠাৎ স্কুলের ১নম্বর কক্ষে ছাদের প্লাস্টার খসে ছাত্রীদের ওপর পড়ে ৫-৬ জন ছাত্রী আহত হয়েছেন। আমরা সঙ্গে সঙ্গে আহত ছাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ভবনটি পুরাতন হওয়ার কারণে ছাদে প্লাস্টারের টেম্পার না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।