ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিদ্যালয়ের পুরোনো ভবনের জায়গায় দোকানঘর বা মার্কেট নির্মাণ করতে চান প্রধান শিক্ষক। তবে স্থানীয় অভিভাবকেরা এটিতে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠের অংশ বানানোর পক্ষে। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়ায় ভবন ভাঙার কাজ আটকে দিয়েছে প্রশাসন।
উপজেলার ভন্ডগ্রাম উচ্চবিদ্যালয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। মার্কেট নির্মাণে আপত্তি তুলে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য রফিকুল ইসলাম।
জানা গেছে, বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন হয়েছে। পুরোনো আধা পাকা টিনশেড ভবনটি অব্যবহৃত অবস্থায় আছে। এটি আঞ্চলিক সড়কঘেঁষা হওয়ায় তা ভেঙে সেখানে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেন প্রধান শিক্ষক সামশুল ইসলাম। মাঠ বানানোর বিষয়ে সামশুল ইসলাম জানান, স্থানীয় বাসিন্দারা কী বলছেন তা তার কাছে গ্রহণযোগ্য নয়। উপজেলা প্রশাসন যা সিদ্ধান্ত দেবে তিনি তা মেনে নেবেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল রানা জানান, অভিভাবকসহ স্থানীয় বাসিন্দারা না চাইলে বিদ্যালয় মাঠে মার্কেট নির্মাণ করতে দেওয়া হবে না।
জানতে চাইলে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’