আগামী বছর সরকারি-বেসরকারি স্কুল কোনো শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী রাখতে পারবে না। কোনো স্কুলে কোনো শ্রেণির দুটি শাখা থাকলে প্রতিটিতে ৫৫ জন করে মোট ১১০ জন শিক্ষার্থী থাকবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ স্কুলগুলোর প্রতিশাখায় শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি হাইস্কুল ও বেসরকারি হাইস্কুলের ভর্তি নীতিমালায় বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ দুটি নীতিমালা প্রকাশ করা হয়।
আরো পড়ুন : সরকারি হাইস্কুলে ভর্তিতে কোটা সুবিধা পাবেন যে শিক্ষার্থীরা
সরকারি হাইস্কুল ও বেসরকারি হাইস্কুলের ভর্তি নীতিমালায় বলা হয়েছে, প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন।
এর আগে গতকাল বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে নতুন শিক্ষাক্রম নিয়ে ঢাকা অঞ্চলের প্রধান শিক্ষকদের সঙ্গে এক সভায় প্রতি শাখা সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার বিষয়টি জানানো হয়। কয়েকজন প্রধান শিক্ষক বিষয়টি দৈনিক শিক্ষাডটকমে নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ
জানা গেছে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রথমে স্কুলগুলোতে প্রতি শাখায় সর্বোচ্চ ৬০ জন শিক্ষার্থী রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিলো। বিষয়টি নিয়ে গত ১২ অক্টোবর ‘স্কুলের এক শাখায় ৬০ জনের বেশি শিক্ষার্থী নয়’ শিরোনামে দেশের শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর অভিজ্ঞ প্রধান শিক্ষকদের অনেকে নানা মাধ্যমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতি শাখায় ৫০ থেকে ৫৫ জন শিক্ষার্থী রাখার পরামর্শ দেন। এ পরিস্থিতিতে ভর্তি নীতিমালায় ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেয়া হলো সরকারি-বেসরকারি স্কুলগুলোকে।
আগে সরকারি স্কুলগুলোর প্রতি শাখায় ৬০ জন করে শিক্ষার্থী রাখার বিধান থাকলেও কোনো কোনো স্কুল কিছু শিক্ষার্থী বেশি ভর্তি করাতো। আর বেসরকারি স্কুলগুলোর প্রতিশাখার সর্বোচ্চ শিক্ষার্থীর কোনো বাধা ধরা সংখ্যা ছিলো না।
চলতি বছর থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতে এ শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির যেসব শাখায় ৬০ জনের বেশি শিক্ষার্থী রয়েছেন সেগুলোতে নতুন শিক্ষাক্রমের ক্লাস চালাতে অসুবিধা হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতি শাখায় ৫৫ জন শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করে দেয়া হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।