স্কুলের সামনেই ভাঙা হচ্ছে ইট, শব্দে বিরক্ত শিক্ষক-শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

স্কুলের সামনেই ভাঙা হচ্ছে ইট, শব্দে বিরক্ত শিক্ষক-শিক্ষার্থীরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়ায় রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল জায়গা জুরে ইট ভেঙে সুরকি করা হচ্ছে। ফলে ইট ভাঙা মেশিনের ‘গরগর’ শব্দ ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ধুলাবালিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন তারা।  

প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ এবং আখাউড়া রেলওয়ে স্টেশনের উন্নয়ন কাজে

ব্যবহারের জন্য বছর খানেক আগে স্কুলের সামনের পুকুরটি ভরাট করে সেখানে ইট ভাঙার কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইট ভাঙা হয়। ইট ভাঙার টানা গরগর শব্দ বিরক্তির সৃষ্টি করছে ক্লাসে। ক্লাসে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। অপরদিকে এসব ইটের কনা-ধুলাবালি বাতাসকে দূষিত করছে। নিঃশ্বাসের সঙ্গে ধুলাবালি ডুকছে শিক্ষার্থী-শিক্ষকদের ফুসফুসে। শ্রেণিকক্ষে জমছে ধুলাবালি। সার্বিকভাবে শিক্ষক-শিক্ষার্থীদের মতে স্কুলে আর শিক্ষার পরিবেশ নেই। এ অস্বাস্থ্যকর পরিবেশেই পড়ালেখা করছেন প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রী। স্কুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিদ্যালয়ের সামনে ইট ভাঙা বন্ধ করার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

স্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান খান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শব্দ ও ধুলাবালির কারণে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে। মেয়েদের বমি বমি ভাব হয়। তাদের মাথা ব্যথা ঘুরায়। ক্লাস রুমে বসে থাকাই দূর্বিষহ হয়ে পড়েছে। বিষয়টি ঠিকাদারের লোকজনকে বলার পরও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এভাবে আর কতোদিন ইট ভাঙবে তাও বুঝতে পারছি না। তিনি ইট ভাঙা বন্ধ করতে সরকার বা শিক্ষা প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন। 

সরজমিনে রেলওয়ে স্কুলে গিয়ে যায়, পৌরশহরের রেলওয়ে কুমার পাড়া এলাকায় বিদ্যালয় মাঠের সামনে খোলা জায়গায় মেশিন দিয়ে ইট ভাঙার কাজ চলছে। শ্রমিকরা ইট ভেঙে সুরকি করে স্তুপ আকারে রাখছে। ধুলাবালি উড়ছে বাতাসে। পাশের রাস্তা দিয়ে পথচারী ও শিক্ষার্থীরা নাক-মুখ ঢেকে যাতায়াত করছেন। 

কয়েকদিন ধরে হাঁচি-কাশিতে ভুগছে অষ্টম শ্রেণীর ছাত্রী কাজী স্নেহা। তিনি দৈনিক শিক্ষাডটকমকে জানান, ধুলাবালি আর ইট ভাঙার বিরক্তিকর শব্দে ক্লাস করতে আমাদের খুব কষ্ট হয়। 

জানতে চাইলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ধুলাবালিতে বেশিক্ষণ থাকলে শিশুদের ফুসফুস জনিত প্রদাহ, শ্বাসকষ্ট ও এলার্জিজনিত রোগ হতে পারে। 

জানতে চাইলে আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ ডাবল রেল লাইন প্রকল্পের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ার্কস) মো. আব্দুল্লাহ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষার্থীদের অসুবিধার হওয়ার বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানলাম। সরজমিনে বিষয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.0038971900939941