ঘূর্ণিঝড় মোকার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৪ ও ২৫ মে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে এখনো পর্যালোচনা চলছে। তবে, আজ মঙ্গলবার বিকেল নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
সোমবার সন্ধ্যায় দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, এ বিষয়ে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আমরা ২৪ ও ২৫ মে তারিখ বিবেচনায় রাখছি। আমরা আশা করছি, মঙ্গলবারই স্থগিত পরীক্ষার বিষয়ে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
তিনি আরো বলেন, আমাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৩ মে। এরপর আমরা স্থগিত পরীক্ষাগুলো নিতে চাই। সে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোকার উদ্ভূত পরিস্থিতিতে গত রোবারের (১৪ মে) চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিন্যান্স ও ব্যাকিং, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলের ইংরেজি প্রথম পত্র ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষা স্থগিত করা হয়। আর সোমবার এসএসসির গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। আগামী ২৩ মে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। একই দিন (২৩ মে) শেষ হবে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল তত্ত্বীয় পরীক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) তত্ত্বীয় পরীক্ষা।