সহকারী জজ নিয়োগের সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭শ বিজেএস লিখিত পরীক্ষা, ২০২৪ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার পরিবর্তিত সময়সূচি - সাধারণ বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর (বুধবার), সাধারণ ইংরেজি ১৭ অক্টোবর (বৃহস্পতিবার), বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলো ১৯ অক্টোবর (শনিবার), সাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ২০ অক্টোবর (রোববার)।
এ ছাড়া দেওয়ানী মামলা সংক্রান্ত আইন ২১ অক্টোবর (সোমবার), অপরাধ সংক্রান্ত আইন ২২ অক্টোবর (মঙ্গলবার), পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন ২৩ অক্টোবর (বুধবার), সাংবিধানিক আইন, জেনারেল ক্লজেস্ অ্যাক্ট ও আইনের ব্যাখ্যার ধারণা ২৪ অক্টোবর (বৃহস্পতিবার), সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর (শনিবার)। ঐচ্ছিক বিষয়-১ ও ঐচ্ছিক বিষয়-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর (রোববার)।
প্রসঙ্গত, ১৭ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষা স্থগিত করে জুডিশিয়াল সার্ভিস কমিশন। ২০ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলার কথা ছিলো।