স্থানীয়দের সঙ্গে রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ২টার দিকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে বিটাক মোড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেগুনবাড়ি এলাকার স্থানীয়দের মাঝে কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুটেক্সের ২য় গেটের সামনের বুটেক্স রোডে প্রতিদিন স্থানীয় ছেলেরা খেলাধুলা ও নেশার আড্ডা জমিয়ে দখল করে রাখে। দুপুর ১২টার দিকে বুটেক্সের কয়েকজন শিক্ষার্থী তাদের খেলাধুলায় বাধা দিলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর স্থানীয় সবাই একসাথে হয়ে বুটেক্স ক্যাম্পাসে হামলা চালায়। ক্যাম্পাসের ৬টি মোটরসাইকেল ভাংচুর করে,এবং ক্যাম্পাসের বঙ্গবন্ধু ভবনের বিভিন্ন অংশের গ্লাস ভাঙচুর করে।এসময় ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীরা বুটেক্স অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলো।আলোচনা সভা শেষে ক্যাম্পাস থেকে বেগুনবাড়ি এলাকায় শিক্ষার্থীরা কয়েকবার শো-ডাউন দেন।
এরপর তেজগাঁও শিল্পাঞ্চল থানার কয়েকজন পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এবং বুটেক্স ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জয়ের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশের দায়িত্বরত এস.আই দৈনিক শিক্ষাডটকমকে জানান, সিসি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে।