দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতকের সমমান করার দাবি জানিয়েছেন এসব কোর্সের অধ্যায়ণরত শিক্ষার্থীরা।
তাঁরা বলছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত প্রায় সাত হাজারের বেশি কলেজে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাস যোগ্যতা নিয়ে তিন বছরমেয়াদি কোর্সগুলো স্নাতক মানের হলেও অধিক সিজিপিএ নিয়ে কেন্দ্রীয়ভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়ে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের সনদগুলোর মান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমান।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি অংকিতা ব্যাপারী শক্তি তিন বছরমেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দ্রুত স্নাতক সমমান করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো. আনিসুজ্জামান, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের সভাপতি এস এম আজাদ প্রমুখ।