ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী সপ্তাহেই সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে সমস্যা নিরসনে চূড়ান্তভাবে বসতে চায় গঠিত সংস্কার কমিটি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রথম সভা শেষে দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন অংশ নেয়া কমিটির একাধিক সদস্য।
গত ২৪ সাত কলেজের সমস্যা নিরসনে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির আহ্বায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. খালেদ রহীম। তিনি বলেন, ছাত্রদের সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য কী ধরনের সুপারিশ করা হয়েছে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। আগামী সপ্তাহে চূড়ান্ত সভার দায়িত্ব দেয়া হয়েছে কলেজের অধ্যক্ষদের, তারা ছাত্রদের সঙ্গে কথা বলবেন, কথা বলে কী ধরনের সমাধান করা যায় তাদের এই দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, যেহেতু কলেজের ইস্যু রয়েছে, পরবর্তী সভাতে আমরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ডিজি ও পরীক্ষক নিয়ন্ত্রকদের নিয়ে এবং সাত কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সমাধান করার চেষ্টা করবো।
এদিকে আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাত কলেজ শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানান। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এতে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হয়।
এর আগে গত ২৪ অক্টোবর সাত কলেজের সমস্যা নিরসনের জন্য কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত ২১ অক্টোবর মধ্যরাত থেকে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে অধিভুক্ত অন্যান্য কলেজের শিক্ষার্থীরা এই দাবিতে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। ২০১৭ খ্রিষ্টাব্দের ১৬ ফেব্রুয়ারি এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়।