মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত। রোববার সকাল ৮ টায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত একাত্তরের সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ লালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, আত্মপ্রত্যয়ী ও আত্মমর্যাদাশীল সোনার বাংলাদেশ বিনির্মাণে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদের অধীনে ইতোমধ্যে শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে। আগামী ঈদের পর শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।