দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরেরর নতুন সহকারী পরিচালক ডা. কামরুল হাসানকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১৩ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে, বলা হয় প্রজ্ঞাপনে।
ডা. কামরুল হাসান বর্তমানে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে কর্মরত আছেন। তিনি ইউএইচএফপিও থাকাকালীন সময়ে বরুড়া উপজেলার স্বাস্থ্যসেবায় ব্যাপক পরিবর্তন এসেছে। এরমধ্যে গত ১২ মার্চ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)।
ডা. কামরুল হাসান ছাড়াও আরও দুই চিকিৎসককে একই প্রজ্ঞাপনে পদায়ন দেওয়া হয়েছে। তাঁরা হলেন- অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. রওশন জাহান আখতার আলো ও ডা. মোহাম্মদ ওমর খসরু।