ছাত্র জনতা আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আব্দুল হান্নান মাসুদ বলেছেন, বাংলাদেশের আপামর ছাত্র জনতা রাস্তায় নেমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আমরা আরো এগিয়ে নিতে চাই।
(৯ সেপ্টেম্বর) সোমবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ দাশ কনফারেন্স সেন্টারে আয়োজিত দুর্নীতি, অন্যায় এবং চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন , আর কোনোদিন এই বাংলার বুকে যেনো কোনো স্বৈরাচার - ফ্যাসিস্ট মাথা তুলে দাঁড়াতে না পারে এজন্য সকলকে সচেতন থাকতে হবে।
সভায় কেন্দ্রীয় সমন্বয়ক রাইয়ান ফেরদৌস বলেন, গত ১৬ বছরে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নি।বাঙালি জাতি আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদেরকে এই আন্দোলনের স্পিড ধরে রাখতে হবে। ২৪ এর আন্দোলনের মূল লক্ষ্য বাঙালিকে ঐক্যবদ্ধ করা৷
রাষ্ট্র পুনঃগঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের জন্য কাজ করতে সকলকে এক প্লাটফর্মে আসতে হবে। গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশের ছাত্রজনতা। এই অভ্যুত্থানের লক্ষ্য অতীতের মত বেহাত হতে দেবো না বলেও মন্তব্য করেন বক্তারা ।
জানা যায় একইদিন বিকেলে বরিশালের সরকারি বিএম (ব্রজমোহন) কলেজ এবং স্থানীয় জেলা - উপজেলার আন্দোলনকারীদের সঙ্গে সভা করেছে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দল।
সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাত করেন সমন্বয়করা।এসময় উপস্থিত ছিলেন ঢাবির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ , সানজানা আফিফা অদিতি , এম এ সাঈদ , রাইয়ান ফেরদৌস , বদরুন্নেসা কলেজের সিনথিয়া জাহিন আয়েশা , ঢাকা কলেজের জিহাদ হোসাইন ,এনএসইউর হাসিবুল হোসেন শান্ত , এআইইউবির মোবাশ্বেরা করিম মিমি , ববির শহিদুল ইসলাম শাহেদ ও শেকৃবির তৌহিদ আহমেদ আশিক ।