দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম : উন্নত দেশগুলোর মতো চট্টগ্রামেও চালু হল আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট স্কুল বাস। সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট বাসের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো ফখরুজ্জামান। এসময় ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে স্মার্ট বাসের নিয়ম কানুন জেনে নেয়।
জেলা প্রশাসক জানান, আপাতত একটি বাস এই অ্যাপের আওতায় চললেও অচিরেই আরো ৯টি বাসকে এর আওতায় আনা হবে। পর্যায়ক্রমে এই বাসের সংখ্যা ২০টিতে নিয়ে যাওয়া হবে। জানানো হয়, এখন এই বাসের ভাড়া ৫ টাকা হলেও জানুয়ারি থেকে ভাড়া ১০ টাকা করা হবে।
জানা গেছে, এ অ্যাপে বাসে ওঠার পর শিক্ষার্থীর স্মার্ট কার্ডের সংকেতে চলা শুরু করবে বাসের চাকা। বার্তা যাবে অভিভাবকদের ডিভাইসে। যাতে লিখা থাকবে বাস ছাড়ার জায়গা ও সময়। শিক্ষার্থীরা বাস থেকে নামলে অভিভাবকদের ডিভাইসে আরো একটি বার্তা যাবে, যাতে লেখা থাকবে বাস থেকে নামার সময় ও অবস্থান। এছাড়া অভিভাবকরা বাসে ইনস্টল করা আইপি ক্যামেরার মাধ্যমে তাদের সন্তানদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারেন। একইসঙ্গে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে বাসের অবস্থান ট্র্যাক করতে পারেন। নিজেদের কাছে থাকা স্মার্ট কার্ডের ছোঁয়াতেই এখন থেকে ভাড়া পরিশোধ করতে পারবে শিক্ষার্থীরা। বিকাশ বা নগদের মতো পরিচিত প্ল্যাটফর্মের মাধ্যমে রিচার্জযোগ্য এই স্মার্ট কার্ডগুলো।
জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাবলিক বাসে নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের একা স্কুলে পাঠান না।