বরিশাল নগরীতে নগর ভবনের সামনের রাস্তা আটকে পার্বত্য শান্তি চুক্তি দিবস উদযাপনের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে সামনে রেখে গত বুধবার রাত থেকে রাস্তার ওপর মঞ্চ তৈরির কাজ শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক আটকে এই আয়োজনের কারণে বিকল্প পথ ব্যবহারে ভোগান্তি হচ্ছে জানিয়ে ক্ষুব্ধ নগরবাসী।
সরেজমিনে দেখা গেছে, পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের সমাবেশের মঞ্চ হয়। প্রশস্ত সড়কটি আটকে মঞ্চ তৈরি করায় যান চলাচল বন্ধ করা হয়েছে।
অটোরিকশাচালক মাইনুল হোসেন বলেন, মানুষের তো কমন সেন্স থাকে ভাই। পুরো রাস্তা আটকে মঞ্চ করছে। যাত্রীরা তো অনেক ঝামেলায় পড়ে গেছে। পুলিশ অন্য পথ দিয়ে যেতে বলে। অনেক ঘোরা লাগে। যেখানে মঞ্চ করেছে, সেখান থেকে লঞ্চ ঘাট ৩ মিনিটের পথ। কিন্তু ঘুরে অন্য পথ দিয়ে যেতে অনেক সময় লাগে। যাত্রীরা ঘুরে যেতে চায় না।
ব্যবসায়ী নাজমুল হক বলেন, মোটরসাইকেল নিয়ে লঞ্চঘাট যাচ্ছিলাম। সিটি করপোরেশনের সামনে এসে দেখি রাস্তা বন্ধ করে আওয়ামী লীগের সভা চলছে। তারপর ঘুরে বরিশাল ক্লাবের সামনে দিয়ে গেছি। এমনভাবে স্টেজ করেছে যে একটা মোটরসাইকেলও যেতে পারে না। আওয়ামী লীগের নেতাদের এ কেমন চিন্তা ভাবনা বুঝি না।
ঘুরে যেতে রিকশাওয়ালাকে বাড়তি টাকা দিতে হয়েছে জানিয়ে বাধ রোড এলাকার হুমায়রা বেগম বলেন, আমাদের মেয়র কেন তার নগরবাসীর জন্য ভোগান্তির সৃষ্টি করলেন বুঝতে পারলাম না। এই স্টেজ তো কোনো মাঠেও করা যেত।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হাজী মোহাম্মদ মহসিন মার্কেটের নাম যে পাল্টে গেছে তা চোখে পড়ে না। আর রাস্তাটা যে একটু আটকেছে তা চোখে পড়েছে?’
সড়ক আটকে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে বরিশাল মহানগর পুলিশের দক্ষিণ জোনের উপ কমিশনার আলী আশরাফ ভূঞা দৈনিক শিক্ষাডটকমকে জানান, তিনি অনুমতির বিষয়ে অবগত নন।
তবে পুলিশ কমিশনার সাইফুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অনুমতির জন্য চিঠি দেয়া হয়েছিলো। অনুমতি দেয়া হয়েছে নগর ভবনের সামনের সড়কে সমাবেশ করার জন্য।