সড়ক দুর্ঘটনায় আহত নওগাঁর ধামইরহাট উপজেলার পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মো. মোকাররম হোসেন (৪৭) মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিক্ষক মোকাররম হোসেন উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আজিমদ্দিনের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিদ্যালয় ছুটি হওয়ার পর ধামইরহাট বাজারে থেকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় খুলুপাড়া নামক স্থানে কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পরে মাথায় আঘাত পেয়েছিলেন শিক্ষক মোকাররম হোসেন। পরে স্থানীয় এক দোকানদার তাকে রাস্তায় পরে থাকতে দেখে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে তার বাড়িতে খবর দেন। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে বমি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তিনি আবারো বমি করলে তার মাথার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায় মাথায় রক্তক্ষরণ হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মন্ডল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার স্কুলের শিক্ষক মোকাররম হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার জানাজার নামাজ শুক্রবার দুপুরে নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। আমি তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।