জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে ফুটপাতে এক হকারের হামলায় আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম শেখ।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হকারের নাম শাহীন হাওলাদার। এ ঘটনায় অভিযুক্ত হকার শাহীনকে আটক করে সূত্রাপুর থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আহত ইব্রাহিম শেখ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি একটা অটো গ্যাসলাইট কিনি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনের এক হকারের কাছ থেকে। বাসায় গিয়ে দেখতে পাই এতে আগুন জ্বলেনা। তখনই আমি সেটা ফেরত দিয়ে আসি। জিনিসটা ফেরতও রাখেন তিনি। কিন্তু টাকা ফেরত দিতে চেয়েও ফেরত না দিয়ে তালবাহানা করে। টাকা ফেরত আনতে গেলে হকার শাহীন আমার ওপর হামলা করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অভিযুক্তকে ধরে আনা হয়েছিলো। আমরা সূত্রাপুর থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেছি। যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।