ঝালকাঠি কারাগারের জেলার মো. আক্তার হোসেন শেখের বিরুদ্ধে এক হাজতির স্ত্রীকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই নারী কারা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে সু-বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছে।
গত বুধবার পাঠানো ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে, একটি মামলায় চলতি বছরের ২৯ জুলাই জেলার নলছিটি উপজেলার মো. মামুনুর রশিদ নামের এক ব্যক্তিকে জেল হাজতে পাঠায় আদালত। পরদিন ৩০ জুলাই কারাগারে স্বামীর সাথে দেখা করতে যান তার স্ত্রী। কিন্তু দেখা করতে না পেরে জেলার মো. আক্তার হোসেন শেখের সরকারি ফোন নম্বরে কল করে স্বামীর সঙ্গে দেখা করার কথা জানান। পরে তাকে স্বামীর সঙ্গে দেখার ব্যবস্থা না করিয়ে ফোনে কথা বলার ব্যবস্থা করে দেন জেলার মো. আক্তার হোসেন শেখ।
এরপর থেকেই থেকেই জেলার আক্তার হোসেন ওই নারীকে তার ব্যক্তিগত ফোন নম্বর থেকে নিয়মিত কল দেয়া শুরু করেন। স্বামীর সাথে প্রতিদিন কথা বলিয়ে দেবে বলে ওই নারীর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে নেন। এরপর ভিডিও কলের মাধ্যমে তিনি বিভিন্ন আপত্তিকর আলোচনা শুরু করেন। ভিডিও কলে তিনি হাজতির স্ত্রীকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে ওই নারী আরো জানান, জেলার তার সঙ্গে রাত্রিযাপনের অভিপ্রায়ও ব্যক্ত করেন। আর এসব অনৈতিক কু-প্রস্তাবে রাজি না হলে তার স্বামীর সঙ্গে দেখা করতে দেবেন না এবং তাকে (স্বামীকে) জেলখানায় কষ্ট দেবেন বলেও ভয় দেখান।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে ঝালকাঠি জেলার মো. আক্তার হোসেন শেখের সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। ফোন রিসিভ না করে কেটে দেন জেলার।
ঝালকাঠির জেল সুপার (এনডিসি) মিলন চাকমা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি মৌখিক ভাবে জানতে পেরে ওই নারীকে জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবো।
জানতে চাইলে বরিশাল বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি কারা) মো. জাহাঙ্গীর কবির বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।