সাবিহা সুমি, দৈনিক শিক্ষাডটকম: অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু ধর্ম অনুসারী একজনের ইসলাম ধর্মের হাদিস বিষয়ে উত্তীর্ণ দেখানোর বিষয়টি ট্রল হয়েছে। ১৫ মে ফল প্রকাশের পর এমন অসঙ্গতি ধরা পরার পর ফেসবুকে অনেকেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দায়ী করেছেন। তবে, কেউ কেউ আবেদন করার সময় প্রার্থী নিজেই ভুলটা করেছিলেন বলেও মত প্রকাশ করেন।
দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেন, যেহেতু একজন প্রার্থী নিজেই নিজের আবেদন সম্পন্ন করেছেন, সেক্ষেত্রে এনটিআরসিএ কীভাবে দায়ী হতে পারে। ভুলের জন্য প্রার্থী নিজেই দায়ী।
এদিকে দৈনিক আমাদের বার্তার অনুসন্ধানেও চেয়ারম্যানের দাবির সত্যতা পাওয়া গেছে, সুধা রানী নামের ওই প্রার্থীর আবেদনে ভুল থাকায় তার ফল ভুল এসেছে। অভিজ্ঞজনরাও মনে করছেন, এনটিআরসিএ কোনোভাবেই দায়ী নয়। কারণ, পুরো প্রক্রিয়াটি ডিজিটাল ও সফটওয়ারের মাধ্যমে হয়েছে। যার ফলে আবেদনকারী নিজ দায়িত্বে কম্পিউটারে যেভাবে আবেদন করেছেন ফল প্রকাশের সময় সেভাবেই এসেছে।
এর আগে এনটিআরসিএর পক্ষ থেকে বারবার আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিলো।
গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন। পরীক্ষায় সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৮ বিভাগের ২৪ জেলা শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জুলাই মাসে লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এনটিআরসিএ। এমনটাই জানা গেছে বিভিন্ন সুত্রে।