দৈনিক শিক্ষাডটকম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী হানিফ পরিবহন থেকে চালক ও সুপার ভাইজারকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার জয়মনিরহাট বাজার থেকে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
আটককৃতরা হলেন, বাসের চালক দেলোয়ার হোসেন (৩২)। সে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা। অপরজন বাসের সুপার ভাইজার রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাপদি গ্রামের জাহাঙ্গীর আলম (২৪)।
পুলিশ জানায়, বুধবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মনিরহাট বাজারে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি নৈশকোচে ( ঢাকা মেট্রো-ব ১৪- ৮৭৫২) অভিযান চালিয়ে একটি কালো রঙয়ের ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় বাসটির চালক ও সুপার ভাইজার দুজনে যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) পরিবহন করার বিষয়টি স্বীকার করলে বাসটিসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিজ্ঞ আদালতে পাঠানো হবে।