আমাদের বার্তা, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কৃষি, সিএসই, বিজনেস স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ ও বিজ্ঞান অনুষদের বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের (রেজিস্ট্রেশনকৃত) জন্য ‘বেসিক প্রোগ্রামিং উইথ ম্যাটল্যাব শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার আইকিউএসি’র কনফারেন্স রুমে দুদিনব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ্ মইনুর রহমান। আর রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ রইস।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হলো শিক্ষা ও গবেষণা। এই শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গুনগত মান বৃদ্ধির লক্ষে সহায়ক বিষয়গুলোর উপর আমরা গুরুত্ব দিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রিসোর্সকে ব্যবহার করে আপনাদের সমৃদ্ধ করতে আমরা কাজ করছি।
তিনি বলেন, আমাদের গবেষণা হতে হবে মানসম্পন্ন। যেন দেশ ও জাতির কাজে আসে এই গবেষণা। মানসম্পন্ন গবেষণার উপর গুরুত্ব দিয়েই আজকের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর আগে আমরা ধারাবাহিকভাবে পাইথনের উপর প্রশিক্ষণ প্রদান করেছি, এরপর ব্লক চেইনের উপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। লক্ষ্য একটাই, সেটি হলো মানসম্পন্ন গবেষণা।
উল্লেখ্য, ম্যাটল্যাব একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এর মাধ্যমে সহজে এলজেব্রিক ইকুয়েশন ও সিস্টেম সমাধান করা যায়। যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সহজে এর সাথে যুক্ত করা যায়। পাশাপাশি সহজে যে কোনো ডাটা এনালাইসিস করা ও খুব সহজে ডাটা এনালাইসিসের ফলাফল প্রফেশনাল (২ মাত্রা- ৩ মাত্রার) গ্রাফের মাধ্যমে দেখানো যায়। এছাড়াও গবেষণাক্ষেত্রে এর নানাবিধ ব্যবহার রয়েছে।