ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কোরকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। মঙ্গলবার আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি। এছাড়া ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়ে বাজে মন্তব্য করে এই সাজা পেলেন হারমানপ্রীত।
আইসিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হারমানপ্রীত আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান এবং লেভেল টু ধারা ভেঙেছেন। ২.৭ এবং ২.৮ ধারা অনুযায়ী তিনি আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানিয়েছেন এবং আম্পায়ারকে হেয় করেছেন।
তাকে লেভেল টু ধারা ভঙ্গের জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এছাড়া তিনটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। লেভেল ওয়ান ধারা ভঙ্গের কারণে ২৫ শতাংশ ম্যাচ ফি কর্তন ও একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
সব মিলিয়ে তাকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তিনি ডি মেরিট পয়েন্ট পেয়েছেন চারটি। আইসিসির বিধি অনুযায়ী, কোন ক্রিকেটার এক বছরের মধ্যে চারটি ডি মেরিট পয়েন্ট পেলে তা দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। যার অর্থ ওই ক্রিকেটার একটি টেস্ট বা দুটি ওয়ানডে অথবা টি-২০ থেকে নিষিদ্ধ হবেন।
ক্রিকেট সূচি অনুযায়ী ভারতের নারী দলের আগামী অ্যাসাইনমেন্ট এশিয়ান গেমসে। সাদা বলের ফরম্যাট হওয়ায় হারমানপ্রীত দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।