হল থেকে হারিয়ে যাওয়া প্রিয় বিড়ালকে খুঁজে দিতে পারলে নগদ ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। পোস্টারে উল্লেখ করা হয়, বিড়ালটি পার্সিয়ান প্রজাতির, আর গায়ের রং সাদা, নাম ‘সিমবা’। আর এটির বয়স ৯ মাস।
বিজ্ঞাপন দেয়া শিক্ষার্থীর নাম মৃত্তিকা পন্ডিত তন্বী। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৫ তম আবর্তনের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী। গত ৭ নভেম্বর হল থেকে তার বিড়ালটি হারিয়ে যায়। প্রায় ১২ দিন ধরে তার বিড়ালটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিটি হল, বটতলার প্রতিটি দোকান, গেরুয়া, ইসলামনগর, আমবাগান, এমনকি আশপাশের জঙ্গলগুলো, সবখানে বিড়াল থেকে খোঁজা হয়েছে। কিন্তু বিড়ালটির খোঁজ এখনো পাওয়া যায়নি।
বিড়ালটি হারিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন উল্লেখ করে মৃত্তিকা পন্ডিত তন্বী বলেন, “বিড়ালটির যখন একমাস বয়স, তখন থেকে ওকে পালতেছি। হলে থেকেও যতটা সম্ভব বেস্ট জীবন ওকে দেওয়া যায় আমি দিয়েছি। নিজের সন্তানের মতো করে ওকে বড় করেছি। ও আমার কাছে আমার জীবনের একটা অংশ। আমি সত্যিই মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি ওকে হারানোর পর। আমি হয়তো আমার অনুভূতি লিখে কাউকে প্রকাশ করতে পারবো না, বাট আমি একটুও ভালো নেই আমার সিমবাকে ছাড়া।”
তিনি আরো বলেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কেউ যদি ওকে নিয়ে থাকেন তাহলে আমাকে ফেরত দেবার দরকার নেই। শুধু এটুকু আমাকে জানান আমার বাচ্চাটি বেঁচে আছে, সুস্থ আছে। জাস্ট এটুকু খবর আমাকে কেউ দেন। ফেইক আইডি দিয়ে, অ্যানোনিমাস ফোন নম্বর থেকে, জাস্ট বাচ্চাটার কোনো আপডেট আমাকে দেন কেউ। আমি সত্যিই আর নিতে পারতেছি না ওর হারানোর বিষয়টা।”