ঝালকাঠিতে হাসপাতাল কম্পাউন্ডে এক নার্সকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। বুক ও পেটসহ শরীরের কয়েকটি স্থানে জখম হয়ে ওই নার্স এখন হাসপতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালের নার্স কোয়াটারের রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
আহত নার্স শাজমিন জাহান দৈনিক শিক্ষাডটকমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিনি নিজের কোয়াটার থেকে সদর হাসপতাল কম্পাউন্ডে হাটতে বের হন। এসময় মুখোশ পড়া এক দুর্বৃত্ত তার পথ রোধ করে অশালীন ভাষায় কথা বলেন। পরে ছুড়ি দিয়ে নার্স শাজমিনকে এলোপাথারী কুপিয়ে আহত করে। এসময় শাজমিনের চিৎকার করলে ওই দূর্বৃত্ত পালিয়ে যায়। পরে সদর হাসাপালে ভর্তি করা হয় আহত নার্স শাজমিনকে।
আহত নার্স শাজমিনের স্বামী স্বাস্থ্যকর্মী রেজাউল হাসান অভিযোগ করে বলেন, হাসপাতাল কম্পাউন্ডটি অরক্ষিত। গেট থাকলেও তার দরজা নেই। মাদকসেবীদের এখানে নিয়মিত আড্ডা বসে। প্রাইয়ই হাসপাতালের পেছেনের আবাসিক এলাকায় চুরি-ছিনতাইও ঘটছে। এই অনিরাপদ অবস্থায় আমাদের থাকতে হচ্ছে। নিরাপত্বাহীনতার কারণেই আজ এমন ঘটনা ঘটেছে।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মেহেদী হাসান সানি দৈনিক শিক্ষাডটকমকে জানান, আহত নার্স শাজমিনের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ওই নার্স শঙ্কামুক্ত রয়েছেন।
আহত নার্স সদর থানায় লিখিত অভিযোগ করেছেন জানিয়ে সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ও তদন্ত করে ওই দুর্বৃত্তকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।