ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সাতজন কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। হাসপাতালের নির্ধারিত পোশাক (ড্রেসকোড) না পরে দায়িত্ব পালন করায় তাদের শোকজ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালটি পরিদর্শনে এসে ওই কর্মচারীদের শোকজ করেন ডিসি।
জানা গেছে, পরিদর্শনে এসে হাসপাতালের বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন জেলা প্রশাসক। এ সময় বেশ কিছু অনিয়ম নজরে আসে তার। পরে হাসপাতালের নির্ধারিত পোশাক (ড্রেসকোড) না পরে দায়িত্ব পালন করা সাতজন কর্মচারীকে কারণ দর্শানোর নির্দেশ দেন তিনি।
একইসঙ্গে চক্ষুরোগীদের সেবা দিতে আরো যত্নশীল হওয়ার জন্য চিকিৎসকসহ কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, পাঁচতলা ভবনের ৮০ শয্যার চক্ষু হাসপাতালটি জেলা শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় দেড় একর জমির ওপর স্থাপিত। ২০০৩ খ্রিষ্টাব্দে থেকে হাসপাতালটি কার্যক্রম শুরু করে। সমাজ সেবা অধিপ্তরের অর্থায়নে হাসপাতালটি নির্মাণ করা হয়। প্রতিদিন গড়ে অন্তত পাঁচ শতাধিক রোগী স্বল্প খরচে হাসপাতালটি থেকে সেবা পেয়ে থাকেন।