রাজধানীতে হিজাবোফোবিয়া ও নারীর উচ্চশিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের আয়োজনে ‘হিজাবোফোবিয়া : নারীর উচ্চশিক্ষার পথে অন্তরায়’ শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু।
সেমিনারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাকিব মুহাম্মাদ নাসরুল্লাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুখতার আহমদ, লেখক ও অ্যাক্টিভিস্ট ডা. শামছুল আরেফিন শক্তি, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজি, জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগর সভাপতি জাকির হোসাইন, লেখক ও অ্যাক্টিভিস্ট রুহুল আমিন সাদীসহ আরো অনেকে।