ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা ঘটনায় কারো ইন্ধন আছে কি না, তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া এতে পুলিশের কোনো গাফিলতি থাকলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়াইন লুইসের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার ঘটনায় যারাই দোষী তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনে আরো গ্রেফতার করা হবে।
তিনি বলেন, ‘কারা কী উদ্দেশ্যে হিরো আলমের ওপর হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের শেষের দিকে বাদানুবাদে লিপ্ত হন হিরো আলম।
পুলিশ কোনো গাফিলতি করলে আমরা সেটাও দেখব। হিরো আলমের এই ঘটনা থেকে মেসেজ পাওয়া গেল যে আমাদের আরো সতর্ক থাকতে হবে।’