১ অক্টোবরের মধ্যে গুচ্ছের ক্লাস শুরুর দাবি - দৈনিকশিক্ষা

১ অক্টোবরের মধ্যে গুচ্ছের ক্লাস শুরুর দাবি

দৈনিকশিক্ষাডটকম, জবি |

আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সুস্পষ্টভাবে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা ও ১ অক্টোরের মধ্যে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে  ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমাদের অনেক বন্ধুদের একটা সেমিস্টারও শেষ হয়েছে। কিন্তু গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে এখনো ক্লাস শুরু করতে পারেনি। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিবুর রহমান আকিব বলেন, ১ আগস্ট আমাদের ক্লাস শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখনো ক্লাস শুরুর প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। 

কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের দুটি দাবি হলো-চলতি মাসের ২২ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করতে হবে এবং ক্লাস শুরুর বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে হবে। ১ অক্টোরের থেকে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করার জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।

মানববন্ধনে একজন অভিভাবক বলেন, আমি সব শিক্ষার্থীর পক্ষ হয়ে বলছি, চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ করে অনতিবিলম্বে ক্লাস শুরু করুন৷ অনেক শিক্ষার্থী দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দিয়েছে। তাদের জীবন থেকে দুইটা বছর চলে গেছে। তাদের ভবিষ্যৎ জীবন রক্ষার্থে আর বিলম্ব না করে ক্লাস শুরু করা দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার পর তিন মাস পেরিয়ে গেলেও এখনো ক্লাস শুরু হয়নি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২২ সেপ্টেম্বর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩০ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরুর ঘোষণা দিয়েছেন। কিন্তু গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ধাপের ভর্তিও এখনো আটকে রয়েছে।

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘেরাও শিক্ষার্থীদের - dainik shiksha ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘেরাও শিক্ষার্থীদের ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বললেন সব কয়টারে গু*লি কইরা মা*রমু - dainik shiksha ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বললেন সব কয়টারে গু*লি কইরা মা*রমু কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাবি ছা*ত্রীর মৃত্যু: বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা - dainik shiksha জাবি ছা*ত্রীর মৃত্যু: বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা পাঁচ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার - dainik shiksha পাঁচ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার পবিপ্রবিতে র‍্যা*গিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহি*স্কার ৭ - dainik shiksha পবিপ্রবিতে র‍্যা*গিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহি*স্কার ৭ কওমি-আলিয়া মাদ্রাসার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে - dainik shiksha কওমি-আলিয়া মাদ্রাসার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে please click here to view dainikshiksha website Execution time: 0.0060379505157471