১০ বছরেও খোলেনি সরাইল গণগ্রন্থাগার - দৈনিকশিক্ষা

১০ বছরেও খোলেনি সরাইল গণগ্রন্থাগার

দৈনিক শিক্ষাডটকম, ব্রাহ্মণবাড়িয়া |

দৈনিক শিক্ষাডটকম, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একমাত্র সরকারি গণগ্রন্থাগারটি ১০ বছর ধরে তালাবদ্ধ। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রতিষ্ঠানটির ১০ বছর ধরে পরিচালনা কমিটি না থাকায় এমনটি হয়েছে। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতির দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৭৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় সরাইল উপজেলা গণগ্রন্থাগারটি। প্রতিষ্ঠার পর অন্তত দুই দশক পর্যন্ত এটি ছিল উপজেলার সাহিত্য-সংস্কৃতিকর্মীদের মিলনস্থল। একসময় বই ও পত্রিকা পড়া, সাহিত্য-আড্ডা, কবিতাপাঠের আসর, ইতিহাসচর্চা, ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল-রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন, বরেণ্য ব্যক্তিদের জীবনী নিয়ে আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানা কর্মকাণ্ড এখানে হতো। প্রবীণদের কাছে এগুলো এখন স্মৃতির বিষয়।

ইসলামিক ফাউন্ডেশনের কাছে কয়েক বছর আগে দ্বিতল গণগ্রন্থাগার ভবনের নিচতলা ভাড়া দেয়া হয়েছে। তালাবদ্ধ গণগ্রন্থাগার ভবনের বাইরের পরিবেশ দেখে বোঝা যায়, এখানে দীর্ঘদিন ধরে লোকজনের কোনো পদচারণ নেই। সন্ধ্যার পর ভবনের আশপাশে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। তখন এর আশপাশে চলে মাদক সেবন ও কেনাবেচা। গণগ্রন্থাগারে নেই নতুন বই, নেই মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর জীবনীবিষয়ক তেমন কোনো গ্রন্থ। নেই পর্যাপ্ত চেয়ার-টেবিল।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রায় ১০ বছর পরিত্যক্ত থাকার পর ২০১২ খ্রিষ্টাব্দে তৎকালীন ইউএনও আনিসুজ্জামান খানের উদ্যোগে গণগ্রন্থাগার পরিচালনা কমিটি গঠন এবং এর অবকাঠামোগত সংস্কার হয়। তখন তিনি এর জন্য কিছু নতুন বইও সংগ্রহ করেন। দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর আর কমিটি হয়নি। এরপর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। দেখা দিয়েছে অচলাবস্থা। ব্যাহত হচ্ছে গ্রন্থাগারের উদ্দেশ্য।

চার লক্ষাধিক মানুষের সরাইল উপজেলায় ৪টি কলেজ ও ২৭টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সচল থাকলে স্থানীয় বাসিন্দা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা গ্রন্থাগারে গিয়ে পড়াশোনা করতে পারতেন। কিন্তু তা সম্ভব হচ্ছে না।

উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মোজাম্মেল পাঠান বলেন, ‘পাঠাগারটি ছিল সাহিত্যসেবীদের প্রাণকেন্দ্র, অচলাবস্থার কারণে এখন এদিকে কেউ ফিরেও তাকায় না। মনে হচ্ছে এর হাল ধরার মতো যেন কেউ নেই। সরকারি এ প্রতিষ্ঠানটি উপজেলাবাসীর কোনো কাজেই আসছে না।’

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ এখলাছ-উর-রহমান বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এবং আলোকিত মানুষ গড়ার জন্য পাঠাগার বা গ্রন্থাগারের কোনো বিকল্প নেই। গণমানুষের বিশ্ববিদ্যালয়তুল্য গণগ্রন্থাগারটি গণমানুষের জন্য উন্মুক্ত করা প্রয়োজন।’

সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল বলেন, ‘দেশের উন্নয়নে মানুষের মনোজগতের উৎকর্ষ সাধনের প্রয়োজন। এর জন্য বইপাঠের বিকল্প নেই। গণগ্রন্থাগারটি সচল হলে এলাকার শিক্ষিত তরুণ-যুবসমাজ ও বিশিষ্ট ব্যক্তিদের মিলনকেন্দ্র হবে এটি।’

উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি দেবদাশ সিংহ রায় বলেন, ‘আমরা ইউএনওকে অনুরোধ করছি এটি সচল করার জন্য। কিন্তু হচ্ছে না। এটি সচল হলে এলাকার সুশীল ও তরুণসমাজ সময় নষ্ট না করে সাহিত্যচর্চা ও পত্রপত্রিকা পড়ার সুযোগ পাবে। এতে তাদের বুদ্ধিমত্তার চর্চা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গণগ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি মো. মেসবা উল আলম ভূঁইয়া বলেন, ‘খোঁজখবর নিয়ে গণগ্রন্থাগারটি সচল করার লক্ষ্যে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

বর্তমানে ছাত্রদের নেতৃত্ব দেয়ার কেউ নেই: সিরাজুল ইসলাম চৌধুরী - dainik shiksha বর্তমানে ছাত্রদের নেতৃত্ব দেয়ার কেউ নেই: সিরাজুল ইসলাম চৌধুরী শিক্ষাখাতের নতুন তদবিরবাজ তিতাস! - dainik shiksha শিক্ষাখাতের নতুন তদবিরবাজ তিতাস! শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে: সমন্বয়ক হান্নান - dainik shiksha শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে: সমন্বয়ক হান্নান তদন্ত রিপোর্ট না দিয়েই সটকে পড়ছেন শিক্ষা পরিদর্শকরা - dainik shiksha তদন্ত রিপোর্ট না দিয়েই সটকে পড়ছেন শিক্ষা পরিদর্শকরা বরখাস্ত হচ্ছেন শিক্ষা বোর্ডের সেই সচিব নারায়ণ নাথ - dainik shiksha বরখাস্ত হচ্ছেন শিক্ষা বোর্ডের সেই সচিব নারায়ণ নাথ আমরা চাই না ছাত্রদের কঠোর হয়ে দমন করতে: স্বরাষ্ট্র উপদেষ্টা - dainik shiksha আমরা চাই না ছাত্রদের কঠোর হয়ে দমন করতে: স্বরাষ্ট্র উপদেষ্টা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0041489601135254