বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে ১২তম রসায়ন অলিম্পিয়াড শুরু হয়েছে। এবারের ১২তম রসায়ন অলিম্পিয়াডের আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। এতে সারাদেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬৭৬ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ করছেন। শনিবার থেকে অনুষ্ঠিত হচ্ছে প্রিলিমিনারি রাউন্ডে পরীক্ষা।
এর আগে গতকাল শুক্রবার রাতে ভার্চুয়াল মাধ্যমে অলিম্পিয়াডের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। রসায়ন সমিতির সভাপতি মো. রাজিউর রহমান মল্লিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান ও ১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুন্নাহার।