সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতু ও ১৪ টি ওভার পাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব সেতু ও ওভারপাসের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় স্বয়ংক্রিয় মোটর যান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ জেলার কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন ও সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হয়।
এসময় প্রধানমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বাস-ট্রাক চালকদেরকে রাস্তায় প্রতিযোগিতা বন্ধ করতে হবে। এ জন্য তাদেরকে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
চালকের বিশ্রামের দিকে নজর দিতে মালিকদেরকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটানা গাড়ি না চালিয়ে বিশ্রাম নিতে হবে। গাড়ি চালাতে তেল-পেট্রল লাগে। যিনি গাড়িটা চালাবেন তারও তো তেল-পেট্রল ঠিক থাকতে হবে। তারও কিন্তু শরীর। মাথা যেন ঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে।’
এ সময় প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান। তিনি বলেন, পরিবার হারানোর বেদনা আমার মতো আর তো কেউ জানে না। দেশকে আরও উন্নত করাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।