শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬১টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ মুহূর্তে ১৬১টি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের সক্রিয় সমঝোতা চুক্তি রয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনের অভিভাষণে এসব কথা বলেন।
ঢাবি উপাচার্য বলেন, গত এক বছরে রাশিয়া, তুরস্ক, অস্ট্রেলিয়া, ব্রিটেন, চীন ও জাপানসহ বেশ কয়েকটি দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর, প্রেসিডেন্ট, রেক্টর, প্রতিনিধি দলের সাথে অনলাইন এবং অফলাইনে শিক্ষা ও গবেষণা বিষয়ে ফলপ্রসূ দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং উপাচার্যের সঙ্গে একাডেমিক, সাংস্কৃতিক সহযোগিতা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়েছে। বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। এতে করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এসময় অধিবেশনে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।