ঘরোয়া রাগবি লিগের চ্যাম্পিয়ন দলের সঙ্গে ড্রেসিংরুমে ক্যামেরার সামনে বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শনিবার রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়।
ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে টুলুস। ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেন তিনি।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হন ম্যাক্রোঁ। এসময় টুলুস রাগবি দলের সদস্যদের সঙ্গে শিরোপা জয়ের উদযাপনে অংশ নেন তিনি।
ড্রেসিংরুমের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের টেলিভিশনেও তা প্রচারিত হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ম্যাক্রোঁর হাতে একটি বিয়ারের বোতল। বোতলটি তুলে ধরে তিনি চিয়ার্স করেন। তারপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন।
মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করেন ৪৫ বছর বয়সী ম্যাক্রোঁ। এসময় টুলুস রাগবি দলের সদস্যদের উচ্ছ্বাস-উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছে ফ্রান্সে প্রেসিডেন্ট।
দেশটির গ্রিনস পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) স্যান্ডরিন রুশো টুইট করে বলেছেন, রাজনৈতিক নেতৃত্বে থাকা বিষাক্ত পৌরুষের উদাহরণ এই চিত্র।
জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন। এটা এর বেশি কিছু নয়।
ফরাসি চিকিৎসক ও আসক্তি বিশেষজ্ঞ উইলিয়াম লোভেনস্টাইন বলেন, ক্যামেরার সামনে তিনি (ম্যাক্রোঁ) যা করেছেন, তা ঠিক হয়নি।