১৭ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড আজ বৃহস্পতিবার রাতে প্রকাশ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রাত ৮টা থেকে প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনটিআরসিএ।
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত স্কুল পর্যায় এবং স্কুল পর্যায়-২ এর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৩১ ডিসেম্বর (শনিবার) কলেজ পর্যায়ের প্রিলি অনুষ্ঠিত হবে। ১২ লাখের বেশি প্রার্থীর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়ার কথা আছে।
বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, প্রিলিমিনারি টেস্টের প্রবেশ পত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। ১৫ ডিসে রাত ৮টা থেকে এনটিআরসিএর ওয়েব সাইট (www.ntrca.gov.bd) বা নির্ধারিত লিংকে (http://ngi.teletalk.com.bd) প্রবেশ করে আবেদনকারীরা তাদের স্ব-স্ব ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।