কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ১৭৩ শিক্ষক পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ১৭৩টি প্রাক্-প্রাথমিক ও সহজ কোরআন শিক্ষাকেন্দ্রে ১৭৩ শিক্ষক মাসিক ৫ হাজার টাকা বেতনে পাঠদান করছেন। এসব শিক্ষককে নভেম্বর মাস থেকে বেতন দেওয়া হচ্ছে না। ঈদের আগে তাঁরা বকেয়া বেতনসহ বোনাস দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘গত বছরের নভেম্বর থেকে বেতন পাচ্ছি না। কয়েক দিন পরই ঈদ। বকেয়া বেতন ও বোনাস না পেলে কীভাবে কী করব বুঝতে পারছি না।’
শিক্ষকদের বেতন না পাওয়ার এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ইসলামিক ফাউন্ডেশনের কুড়িগ্রামের উপপরিচালক মারুফ রায়হান বলেন, ‘প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, শিক্ষকদের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার কাজ চলছে।’