দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার খুলনা কেন্দ্রের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। নতুন কেন্দ্র হিসেবে খুলনা ইসলামিয়া কলেজে প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এক নোটিশে এ তথ্য জানায়।
এর আগে এই কেন্দ্রটি ছিলো সেন্ট্রাল রোডের খান-ই-সবুর মহিলা ফাজিল মাদরাসায়।
জানা যায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ‘এনটিআরসিএ’র ব্যবস্থাপনায় ১৫ মার্চে খুলনার সাউথ সেন্ট্রাল রোডের খান-ই-সবুর মহিলা ফাজিল মাদরাসা কেন্দ্রের পরীক্ষা ভেন্যু পরিবর্তন করে বয়রার খুলনা ইসলামিয়া কলেজে অনুষ্ঠিত হবে।
ওই কেন্দ্রের ৩২১০২৩৪১১ থেকে ৩২১০২৩৯১০ পর্যন্ত রোল নম্বরধারী প্রার্থীদের প্রবেশপত্র আবার ডাউনলোড করার জন্য বলা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে মেসেজ করা হয়েছে।
উল্লেখ করা রোল নম্বরধারী ব্যতীত অন্যান্য রোল নম্বরধারী প্রার্থীদের পরীক্ষা আগের ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।