কুড়িগ্রামের রৌমারীতে দুই বছর সাজা এড়াতে ৫ বছর ধরে পলাতক রোকনুদ্দৌলা নামের এক সাজাপ্রাপ্ত আসামি। অবশেষে দীর্ঘ ৫ বছর পর তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। রোববার বিকেলে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। সাজাপ্রাপ্ত ওই আসামী উপজেলার ইছাকুড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রৌমারী থানার ২০১৯ খ্রিষ্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এবং ২০২২ খ্রিষ্টাব্দের অপর একটি মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি রোকনুদ্দৌলাকে দীর্ঘ ৫ বছর পর ঢাকা থেকে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন নারী নির্যাতন, চুরি, ছিনতাই, মাদকসহ শান্তিবিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেনো তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
শিক্ষার সব খবর সবারআগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।