আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। সব বোর্ডের অধীনে ২৮ জুলাই ও পরবর্তী পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবারের (১৮ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়। গত মঙ্গলবার (১৬ জুলাই) রাতে আন্তশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সে তথ্য জানানো হয়।
নাম না প্রকাশের শর্তে আন্তশিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা বলেছেন, দেশের চলমান কোটা আন্দোলনের পক্ষ-বিপক্ষদের মধ্যে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।