দুই সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত যুবদল নেতাকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। দন্ডপ্রাপ্ত যুবদল নেতা আসাদুজ্জামান পিন্টু সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের আইয়ুব খানের ছেলে। গত বুধবার রাতে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা তাকে ওই গ্রামের বিএসসি শহীদ মাস্টারবাড়ি থেকে গ্রেপ্তার করে রাতেই তাকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করে।
নিহতের পরিবার ও আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ভূঞা বলেন, ২০০১ খ্রিষ্টাব্দে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতা গ্রহণের পর স্থানীয় বিএনপি সন্ত্রাসীদের হামলার ভয়ে আওয়ামী লীগ সমর্থক মাহবুবুল হক প্রাণভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। তিনি সফরপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।
ওই বিদ্যালয়ে তার দুই সন্তান লেখাপড়া করতেন। কয়েক মাস পালিয়ে থাকার পর ওই বছরের ২২ এপ্রিল দুই সন্তানকে নিয়ে বিদ্যালয়ে গেলে যুবদল নেতা মোহাম্মদ মিয়ার নেতৃত্বে ১৫-২০ অস্ত্রধারী বিদ্যালয়ে উপস্থিত হয়ে মাহবুবুল হককে মাঠে নামিয়ে প্রথমে পেটায়। পরে সন্তানদের সামনে মাহবুবুল হককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।