কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৭৯তম (জরুরি) একাডেমিক কাউন্সিলে শীতকালীন ছুটির সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটিতে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টি। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বরে পর্যন্ত শীতকালীন ছুটি থাকার কথা ছিলো।
রোববার একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল সভায় অংশ নেয়া একাধিক সদস্য বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেন।
জানা যায়, ২০২৩ খ্রিষ্টাব্দের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বরে পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও একাডেমিক কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ খ্রিষ্টাব্দের ২ জানুয়ারি থেকে ৯ জানুযারি পর্যন্ত শীতকালীন ছুটিতে বন্ধ থাকবে কুবি।