দৈনিক শিক্ষাডটকম, ঢাবি : ২৫ জানুয়ারিকে জাতীয় নৈতিকতা দিবস ঘোষণার দাবি জানিয়েছে এথিকস ক্লাব বাংলাদেশ। শিশু শিক্ষার্থীদের নৈতিকতা সম্পর্কে জানাতে এ দিনটি জাতীয় নৈতিকতা দিবস হিসেবে ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
নৈতিকতা দিবস উদযাপনে বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নৈতিকতা উৎসবের এবারের আসরের অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। ১৩ তম নৈতিকতা দিবসের আলোচনা, জাতীয় নৈতিকতা দিবসের দাবি উত্থাপন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বিজয় বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ করা হয় এ অনুষ্ঠান।
‘আগামীর প্রত্যাশা হোক নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন এক অনন্য বাংলাদেশ’-স্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠানে রাজধানীর প্রায় ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফোন কলের মাধ্যমে বক্তব্য দেন সিনিয়র অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. এম এম আকাশ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম। এথিকস ক্লাব বাংলাদেশের সভাপতি এম ই চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন এথিকস ক্লাব বাংলাদেশের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।
অনুষ্ঠানের ক্লাবটির সভাপতি ও প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম বলেন,আমরা ১৩ বছর ধরে নিজেদের উদ্যোগে নৈতিকতা দিবস পালন করে আসছি। সারাদেশে ২০০ টির বেশি এথিকস ক্লাব রয়েছে। আমরা ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় নৈতিকতা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছি। জাতীয় নৈতিকতা দিবস পালন করতে সরকারের কোনো অতিরিক্ত বাজেট লাগবে না, শুধু একটি প্রজ্ঞাপন দরকার। সারা দেশে জাতীয়ভাবে নৈতিকতা দিবস পালিত হলে শিশুরা প্রথম শ্রেণি থেকে নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এর মাধ্যমে তারা নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠবে।