কুমিল্লার মুরাদনগর উপজেলায় দীর্ঘ ২৫ বছর পর আগামী শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন। তিনটি প্যানেলে ৩৯টি পদের জন্য ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ২০৪টি বিদ্যালয়ে শিক্ষক ভোটার আছেন ১ হাজার ২২৫ জন।
শিক্ষকদের মাঝে ছুটে বেড়াচ্ছেন ভোট প্রার্থীরা। এরই মধ্যে প্রতিটি স্কুল, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার লাগিয়ে ও শোডাউনের মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন তারা। সাধারণ শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
জানা গেছে, নানা কারণে শিক্ষকদের সংগঠনটি ২৯ বছর ধরে নির্বাচন ছাড়া চলে আসছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটি এবং স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুনের সহযোগিতায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
১৯৯৭ খ্রিষ্টাব্দের নির্বাচন হওয়ার পর ২৫ বছর পেরিয়ে গেলেও এ উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ নির্বাচন নিয়ে তফসিল ঘোষণা করা হয় চলতি বছরের ১৪ নভেম্বর। প্রার্থীরা প্রচারণা করতে পারবেন শুক্রবার (৩০ ডিসেম্বর) মধ্য রাত পর্যন্ত। নির্বাচনের প্রার্থীরা ভোটে জয়ের বিষয়ে ইতিবাচক আশা প্রকাশ করেছেন।
নির্বাচনের ৩ নম্বর ব্যালট প্যানেলের সভাপতি প্রার্থী রেবেকা সুলতানা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ভোটের যুদ্ধে আমাদের প্যানেল বিপুল ভোট পেয়ে বিজয়ী হবে বলে আশা করছি।
২ নম্বর ব্যালটের সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছি মাঠের অবস্থা বেশ ভালো। জয়ের ব্যপারে আমি বেশ আশাবাদী।
১ নম্বর ব্যালট প্যানেলের সভাপতি প্রার্থী কাউসার ভুঁইয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি।