পবিত্র আশুরার কারণে ফাজিল পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৯ জুলাইয়ের ফাজিল প্রথম বর্ষ ও তৃতীয় বর্ষের পরীক্ষা ৩ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। রোববার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
জানা গেছে, আগামী ২৯ জুলাই ফাজিল (স্নাতক) পাস প্রথম বর্ষের উলূমুল কুরআন ওয়াল হাদীস (তাফসীরুল কুরআন/বিএ) প্রথম পত্র, তাফসীরুল কুরআন (বিএসসি, বিএসএস, বিবিএস) বিষয়ের এবং ফাজিল (স্নাতক) পাস তৃতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ (বিএ) প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান (বিএসএস, গ্রুপ বি) দ্বিতীয় পত্র, গণিত (বিএসএস গ্রুপ এ) তৃতীয় বর্ষ ও সমাজকর্ম (বিএসএস) দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষাগুলোর ৩ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।